সাভারে স্কুল ছাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা
প্রকাশিত : ২২:১৬, ২১ জুলাই ২০১৯
রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে ১০ম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। আহত ওই স্কুল ছাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকাল ৫টার দিকে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনায় স্থানীয়দের মাঝে ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধিরা গুজবে কান না দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের মুখোশ পরা দুই ছিনতাইকারী তার কানের দুল (স্বর্ণের গহনা) ছিনিয়ে নিতে চেষ্টা করে। ওই ছাত্রী তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে দ্রুত তাকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।
এদিকে এসব ছেলে ধরা গুজবে কান না দিতে অনুরোধ করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। পাশাপাশি তিনি জানান, ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এনএস/আরকে
আরও পড়ুন